শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের চাপাঝুড়া গ্রামে ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের অভিযোগে প্রতিবেশী কবির আলী ওরফে লক্ষীকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে কবির আলীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি একই গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে।
ভুক্তভোগীর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকালে ৭ বছর বয়সী শিশুকে একা পেয়ে প্রতিবেশী লক্ষী হাত-পা বেঁধে নির্জনে নিয়ে ধর্ষণ করে। এ বিষয়ে মুখ খুললে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। ভয়ে শিশুটি তার বাবা-মাকে কিছু না বলে পার্শ্ববর্তী গ্রামে বড় বোনের বাড়ী চলে যায়। ভুক্তভোগী শিশু সেখানে মা-বাবাকে ঘটনা খুলে বলে।
বিষয়টি জানাজানি হলে প্রতিবেশী, আত্মীয়-স্বজন ও কয়েকজন প্রভাবশালী বৃহস্পতিবার রাতেই ঘটনা মীমাংসার চেষ্টা করে। এর মধ্যে কয়েকজন সাংবাদিকসহ স্থানীয়রা ওই শিশু, তার বাবা-মা ও ভাইকে ঝিনাইগাতী হাসপাতালে নিয়ে যায় এবং পুলিশে খবর দেয়।
পুলিশ ওই শিশুসহ সবাইকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে বিষয়টি নিশ্চিত হয়। ধর্ষণের বিষয়ে বৃহস্পতিবার রাতে শিশুটির পিতা বাদী হয়ে প্রতিবেশী কবির আলী ওরফে লক্ষীর (৬০) বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত কবির আলীকে গ্রেফতার করে।
ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষক কবির আলীকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল