নারী জাগরণের অগ্রদূত মহিয়সী বেগম রোকেয়ার লেখা বইগুলো স্কুল কলেজসহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয়ার মধ্য দিয়ে রোকেয়াকে স্মরণীয় করে রাখতে হবে। নারী পুরুষের সমতার ভিক্তিতে সমাজটাকে এগিয়ে নেয়ার বিকল্প নেই। রোকেয়া দিবসের উদ্বোধনী দিনে আলোচনা সভায় কথা সাহিত্যিক ও বাংলা একাডেমীর সভাপতি সেলিনা হোসেন প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
রংপুরের জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন এর সভাপতিত্বে বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যু দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন কতৃক আয়োজিত রংপুরের মিঠাপুকুরের পায়রাবন্দ সরকারি বেগম রোকেয়া স্মৃতি কলেজ মাঠে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ন সচিব মোঃ মোখলেছুর রহমান আকন্দ,বীর মুক্তিযোদ্ধা ও রংপুর জেলা পরিষদ চেয়ারম্যান মোছাদ্দেক হোসেন বাবলু, মিঠাপুকুর উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকার, স্বাগত বক্তব্য রাখেন, মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমাতুজ জোহরা। এছাড়া উক্ত অনুষ্ঠান আলোচক ছিলেন, সরকারী বেগম রোকেয়া কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর মুহাম্মদ শাহ আলম। এর আগে সকালে রোকেয়ার বাস্তভটায় পুষ্পমাল্য অর্পন,পতাকা উত্তোলন, মিলাদ মাহফিল ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসের প্রথম দিন সমাপ্ত হয়।
এদিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, নানা আয়োজনের মধ্যদিয়ে রোকেয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে এবং প্রশাসন ভবনের দক্ষিণ গেটে মহিয়সী বেগম রোকেয়ার অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ, উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা ও ট্রেজারার প্রফেসর ড. মজিব উদ্দিন আহমদ। পরে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, বিভাগ, দপ্তর ও আবাসিক হলগুলোর পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, অফিসার্স অ্যাসোসিয়েশন, কর্মচারী ইউনিয়নসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী, প্রক্টর মোঃ গোলাম রব্বানী ও ছাত্রউপদেষ্টা মোঃ নুরুজ্জামান খানসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট, পরিচালকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সকাল সাড়ে ৯টায় প্রশাসন ভবনের সামনে থেকে উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাসেল চত্ত¡রে এসে শেষ হয়।
পরে আলোচনা সভা ও প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনার সভাপতিত্বে আলোচনা সভায় ট্রেজারার প্রফেসর ড. মজিব উদ্দিন আহমদ, কলা অনুষদের ডিন প্রফেসর ড. আবু ছালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন মোঃ শরিফুল ইসলাম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ আনোয়ারুল আজিম, অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, বেরোবি ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান শামীম প্রমুখ বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/এএ