দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার দৃপ্ত শপথে নারায়ণগঞ্জ জেলায় রূপগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ শুক্রবার(০৯ ডিসেম্বর) সকাল ১২ টায় রূপগঞ্জ উপজেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে একটি র্যালিও বের করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) কামরুল হাসান মারুফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আবু জাফর মোহাম্মদ সালেহ, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আসমা আক্তারসহ আরো অনেকে। আলোচনা সভার পড়ে উপজেলা ভবন চত্বর থেকে একটি র্যালি বের করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল