বাগেরহাট ‘দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে শুক্রবার সকালে এ মানববন্ধন হয়।
এরপর বাগেরহাট কালেক্টরেট সম্মেলন কক্ষে জেলা দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মো. শাহরিয়ার জামিলের সভাপত্বিতে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবসের আলোচনা সভা হয়।
এতে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অ্যাডভোকেট কাজী জাহাঙ্গীর আলম, জেলা পরিষদ প্রধান নির্বাহী ঝুমুর বালা, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক হাফিজ আল আসাদ বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/হিমেল