ঢাকায় মহাসমাবেশকে ঘিরে বাগেরহাটের ফকিরহাট উপজেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি ও তার অংঙ্গ সংগঠনের ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে গত তিনদিনে বাগেরহাটের বিভিন্ন উপজেলায় বিএনপি ও তার অংঙ্গ সংগঠনের ৩৮ নেতাকর্মীদের গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে গ্রেফতারকৃত বিএনপি ও তার অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হলেন বাগিরদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মিজানুর রহমান (৫০), ওয়ার্ড বিএনপি নেতা ইউপি সদস্য মো. মাসুদ রানা আরিফ (৪৮), শেখ মো. কামরুজ্জামান (৫০), শেখ আব্দুল জলিল (৫৯) যুবদল নেতা মোক্তাদির শেখ (৪১), মো. বাবলু রহমান (৩১), কাজী আজিজুর রহমান (৬২), রেজাউল করিম রেজা (২৯), নুরুল ইসলাম শেখ (৪২), জিয়া মোড়ল (৪০)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে ফকিরহাট থানা পুলিশ বিকালে আদালতে পাঠালে বিচারক তাদের কারাগারে প্রেরনের নির্দেশ দেন। জেলা বিএনপি ও ফকিরহাট থানার ওসি (তদন্ত) স্বপন কুমার রায় এতথ্য নিশ্চিত করেছে।
বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম দলীয় নেতাকর্মীদের বাড়ী বাড়ী তল্লাশী ও হয়রানীমূলক মামলায় পুলিশের ধরপাকড়ের তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, ঢাকায় শনিবারের মহাসমাবেশকে ঘিরে বিএনপির শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট ও নেতাকর্মীদের মধ্যে আতংক সৃষ্টির জন্য পুলিশ বৃহস্পতিবার রাতে ফকিরহাট থেকে আরো ১০ বিএনপি নেতাকর্মীকে গায়েবী মামলায় গ্রেফতার করেছে। এনিয়ে গত তিন দিনে বাগেরহাটের বিভিন্ন উপজেলায় বিএনপি ও তার অংঙ্গ সংগঠনের ৩৮ নেতাকর্মীদের গ্রেফতার করেছে পুলিশ।
বিডি প্রতিদিন/এএ