লক্ষ্মীপুরে জেলা ও উপজেলা পর্যায়ে ১০ জন নারী জয়ীতা সম্মাননা দেয়া হয়েছে। শুক্রবার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বেগম রোকেয়া দিবস উপলক্ষে তাদের এ সম্মাননা প্রদান করা হয়।
জেলা মহিলা অধিদপ্তরের আয়োজনে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোছাইন আকন্দ। অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নুর-এ আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো: মাহফুজ্জামান আশরাফ, সিভিল সার্জন আহাম্মদ কবির। আরো ছিলেন জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ডা: আশফাকুর রহমান মামুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইমরান হোসেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর উপপরিচালক সুলতানা জোবেদা খানম, জাতীয় মহিলা সংস্থা জেলা শাখার সভাপতি ফরিদা ইয়াছমিন লিকা প্রমুখ।
আলোচনা সভা শেষে শিক্ষা চাকরি সফলতা, সফল জননী, অর্থনৈতিকভাবে সফলতা, সমাজ উন্নয়নে অবদান, নির্যাতনের বিভীষিকা মুছে নতুন জীবনে সফলতায় ১০ জয়ীতাকে সম্মাননা হিসেবে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন অতিথিরা। এসময় বিভিন্ন সরকারি- বেসরকারি দপ্তরেরর কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ