নেত্রকোনা সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ৯ জুয়ারিসহ মোট ১৩ আসামিকে কোর্টে পাঠিয়েছে পুলিশ। শুক্রবার বিকালে নেত্রকোনা মডেল থানার পুলিশ তাদেরকে স্ব স্ব মামলায় আদালতে পাঠায়। এর আগে বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকালে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে সদর উপজেলার আমতলা ইউনিয়নের সাপমরা গ্রামে দোকানে জুয়ার আসর থেকে নয়জনকে আটক করে। এছাড়াও জেলার চলিশা এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত দুজন ও নিয়মিত মামলার দুজনসহ মোট ১৩ জনকে আটক করে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ সত্যতা নিশ্চিত করে জানান, আটকদের বিরুদ্ধে জুয়াসহ মামলা রয়েছে। তাদেরকে কোর্টে প্রেরণ করা হয়েছে।
তিনি জানান, ৯ জুয়ারি প্রতিদিনের ন্যায় সাপমরা গ্রামের একটি দোকানে জুয়ার আসর জমায়। গোপন সংবাদের খবরে অভিযান চালিয়ে মডেল থানার পুলিশ তাদেরকে আটক করে।
বিডি প্রতিদিন/হিমেল