বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে লক্ষ্মীপুরে মশাল মিছিল করেছে যুবলীগের নেতাকর্মীরা। শুক্রবার রাতে শহরের মুজিব চত্বর থেকে একটি মশাল মিছিল নিয়ে বাজার প্রধান সড়ক প্রদক্ষিণ করেন তারা।
জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বায়েজিদ ভূঁইয়ার আয়োজনে এতে যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেয়। পরে শহরের ডাক বিভাগের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম আলাউদ্দিন, সদর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটওয়ারী, পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহমেদ পাটওয়ারী, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস, সাবেক ছাত্রনেতা সোহাগ পাটওয়ারী, আশ্রাফুল আলম, আমজাদ হোসেন আজিম প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ