নানা আয়োজনের মধ্য দিয়ে সিরাজগঞ্জে পালিত হয়েছে বেগম রোকেয়া দিবস। দিবসটিকে ঘিরে জেলা পর্যায়ে ৪১ জন নারীর মধ্যে যাচাই-বাছাই করে ৫ জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়েছে। এরা হলেন ইলা রানি ঘোষ, শীলা প্রামাণিক, রেহেনা পারভীন, ঈশিতা স্বপ্না ও সুমি খাতুন। শুক্রবার সকালে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে শহিদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে দিবসটি উদযাপন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. রেজওয়ান ইসলাম, জেলা আওয়ামী লীগের সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, মহিলা বিষয়ক অধিদপ্তরে উপ-পরিচালক কানিজ ফাতেমা, মহিলা ভাইস চেয়ারম্যান হাসনা হেনা, জেলা যুব মহিলা লীগের সভাপতি রোমানা রেশমা, সম্পাদক আফরিন মায়া প্রমুখ।
শিক্ষা ও চাকরি ক্ষেত্রে জেলার শ্রেষ্ঠ জয়িতা শীলা প্রামাণিক বলেন, আমার জীবনের অভিজ্ঞতা থেকে শিখেছি, সফলতা কখনো সোজা পথ চেনে না। সফলতা আসে সব সময় দুর্গম পথ ধরে। তাই আমার আহ্বান বাংলাদেশের প্রত্যেকটি নারী সকল প্রতিবন্ধকতা কাটিয়ে এগিয়ে আসুক। প্রত্যেকে শিক্ষার আলোয় আলোকিত হোক।
বিডি প্রতিদিন/হিমেল