শিরোনাম
- খুলনায় টাইফয়েড টিকাদান বিষয়ক কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত
- 'ব্যালট পেপার ছাপানো হয়েছে নীলক্ষেতে, এটা চাপা দেবেন কীভাবে?'
- নোয়াখালীতে কলেজছাত্রী নববধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক
- এশিয়া কাপ থেকে তো বিদায়, এখন টাইগারদের সামনে কী?
- উল্লাপাড়ায় দু:স্থ সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে শাড়ী বিতরণ
- ঐক্যবদ্ধ নির্বাচন রোহিঙ্গা সংকট সমাধানে সহায়ক: উপদেষ্টা
- গণঅভ্যুত্থানের ৬৫ হত্যাসহ ১১৩ মামলার তদন্তে সিআইডি
- উন্মুক্তের পরীক্ষায় উন্মুক্ত নকল!
- মান্দায় দুই শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, কবিরাজ গ্রেফতার
- শেরপুরে দলিত নারীদের মুষ্টির চাল জমিয়ে দুর্গাপূজা আয়োজন
- কক্সবাজারে স্রোতে ভেসে যাওয়া ৫ কিশোর উদ্ধার
- বাগেরহাটে রিমান্ডে থাকা আসামির মৃত্যু
- ছাগল চোরের হেদায়েতের জন্য মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল
- নারায়ণগঞ্জে দুর্গাপূজায় সার্বক্ষণিক মনিটরিং থাকবে: জেলা প্রশাসক
- ইতিহাসের বাঁকে বাঁকে ঐতিহাসিক ভুল জামায়াতই করে : রুমিন ফারহানা
- ১৩৬ রানের লক্ষ্যও তাড়া করতে ব্যর্থ বাংলাদেশ, 'অজুহাত' লিটনের অনুপস্থিতি
- ঝিনাইদহে সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় বিচার দাবি
- শ্রীপুরে গ্রামীণ জনগোষ্ঠীর সঙ্গে সম্পর্ক উন্নয়নে বিএনপির বৈঠক
- অভাবের তাড়নায় সন্তান বিক্রি করতে চাওয়া পরিবারকে সহায়তা দিল প্রশাসন
- পদ্মার ভাঙনে হুমকির মুখে ফরিদপুরের নর্থচ্যানেল ইউনিয়ন
ভেজানো সুপারির গন্ধে দূষিত হচ্ছে রায়পুরের পরিবেশ
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
অনলাইন ভার্সন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ভেজানো সুপারির গন্ধে দূষিত হচ্ছে পরিবেশ, দেখা দিয়েছে বিভিন্ন রোগবালাই। এখানে কোনো প্রকার নিয়মনীতির তোয়াক্কা না করেই পুকুর ও উন্মুক্ত জলাশয়গুলোতে ভেজানো হচ্ছে সুপারি, মেশানো হচ্ছে ক্ষতিকর কেমিক্যাল। নেই স্থানীয় প্রশাসনের বিন্দুমাত্র তদারকি। এতে হুমকির মুখে পড়ছে জনস্বাস্থ্য, দূষিত হচ্ছে পানি।
ভেজা সুপারির দূর্গন্ধে ব্যাপকভাবে দূষণ হচ্ছে পরিবেশ আর ধংস হচ্ছে বিভিন্ন জলজ প্রাণী। এসব সুপারি থেকে মরণব্যাধি ক্যান্সারসহ জনস্বাস্থ্য হুমকির মুখে রয়েছে বলে জানান বিশেষজ্ঞ চিকিৎসকরা। এর থেকে প্রতিকার পেতে প্রশাসনের নজরদারী প্রয়োজন বলে জানান পরিবেশ বিশেষজ্ঞরা।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, উপজেলার অন্যতম প্রধান অর্থকরী ফসল সুপারি। দেশের উৎপাদিত সুপারির বেশির ভাগই উৎপাদন হয় এখানে। এ বছর সুপারির বাম্পার ফলন হয়েছে। যার বাজার মূল্য প্রায় ২০০ কোটি টাকা। এখনাকার উৎপাদিত সুপারির বেশির ভাগই বিভিন্ন জেলায় বিক্রি করা হয়।
উপজেলার হায়দরগঞ্জ বাজার, মোল্লারহাট, নয়ারহাট, সুনামগঞ্জ বাজার, রায়পুর বাজার, মিতালী বাজার, খাসেরহাট, চরলক্ষ্মী, চরবংশী, উদমারা, ক্যাম্পেরহাট, ঝাউডগী, চরআবাবিল, জালিয়ারচর বাজার ও রাস্তার পাশের বিভিন্ন এলাকায় পুকুর-ডোবা-নালায় পঁচানো হচ্ছে সুপারি। চলতি বছর সুপারির ব্যবসার সাথে জড়িত রয়েছেন অন্তত ২’শতাধিক ব্যবসায়ী। উন্মুক্ত জলাশয়ে সুপারি ভেজানোর ফলে পানি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। পাশাপাশি পঁচা সুপারির দুর্গন্ধে আশপাশে চলাচল করতে চরম অসুবিধা হচ্ছে ছাত্র-ছাত্রীসহ স্থানীয় জনগণের।
জানা যায়, সুপারি পাকা হাউজে ভেজানোর নিয়ম থাকলেও বেশি লাভের আশায় তা মানছেননা কেউ। এদিকে বিভিন্ন এলাকায় সরেজমিন ঘুরে দেখা গেছে সুপারির পাকা রং ধরে রাখতে ভেজা সুপারিতে মেশানো হচ্ছে বিষাক্ত রং। ফলে ক্যান্সারসহ মানব দেহে বাড়ছে বিভিন্ন রোগের ঝুঁকিও। সাধারণ জনগণের অভিযোগ স্থানীয় প্রশাসনের তদারকীর অভাবে ধরা ছোঁয়ার বাইরে থাকছেন এসব ব্যবসায়ীরা।
রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ বাহারুল আলম জানান, সুপারির রং পরিবর্তন বা সুপারি সুস্বাদু করার জন্য যেসব রং বা ক্যামিকেল দেওয়া হচ্ছে তাতে মানবদেহে বিভিন্ন রোগবালাইসহ ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অনজন দাস বলেন, সুপারির রং পরিবর্তন এবং ক্যামিকেল মিশিয়ে পরিবেশ দূষণ করলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া সু-নির্দিষ্ট অভিযোগ পেলে অভিযান চালিয়ে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর