গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত এবং একজন আহত হয়েছে। এরমধ্যে ঢাকা-ময়মনসিংহ সড়কের সালনায় একজন এবং ভবানীপুর-সাফারিপার্ক সড়কে অপর একজন মারা যান।
সদর মেট্রো থানার এস আই মোশারফ হোসেন জানান, শুক্রবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মহানগীর সালনা এলাকায় ময়মনসিংহগামী একটি পিকআপ পিছন দিক থেকে একটি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী সাদেক মিয়া (৬০) নিহত এবং হুমায়ুন নামে অপর যাত্রী আহত হন। হুমায়ুনকে গুরুতর অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত সাদেক মিয়া নেত্রকোনার কেন্দুয়া থানার পনকেন্দুয়া গ্রামের মৃত হারেজ মিয়ার ছেলে। পুলিশ পিকআপ ভ্যানটি আটক করেছে।
অপরদিকে জয়দেবপুর থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার ভবানীপুর এলাকায় ভবানীপুর-সাফারি পার্ক সড়কে একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে মোটর সাইকেল আরোহী নাজমুল আলম রনি (২৬) আহত হন। তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রনি গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের মনিপুর উত্তরপাড়া সিরাজুল ইসলামের ছেলে।
বিডি প্রতিদিন/এএ