ময়মনসিংহের ফুলপুরে আমুয়াকান্দা বাজার থেকে বাহাদুরপুর পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার পাকা সড়কের মধ্যে ৩ কিলোমিটার সড়কের অবস্থা খুবই নাজুক। ইট, খোয়া সরে গিয়ে ছোট বড় অনেক খাদের সৃষ্টি হয়েছে। এসব খাদে পড়ে অটোরিকশা, রিকশা ও ট্রলি জাতীয় ছোটখাটো যানবাহন উল্টে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে।
জানা যায়, সড়কের দুই পাশে পাড়বিহীন অনেক পুকুর রয়েছে। এতে সড়কটি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রায়ই ওইসব জায়গায় ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন অটোরিকশা চালক বলেন, প্রতি মাসে আমরা জনপ্রতি প্রায় সাড়ে ৬০০ টাকা করে চাঁদা দিয়ে থাকি। কিন্তু রাস্তা ঠিক না থাকায় আমরা ভালভাবে গাড়ি চালাতে পারি না। ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হয়। অল্প কিছু দিন পরই ওই সড়ক পুনরায় ভেঙে যায়। সড়কটি জরুরি ভিত্তিতে তিনি সংস্কারের দাবি জানান।এ বিষয়ে ফুলপুর উপজেলা প্রকৌশলী মো. রাকিব উল হাফিজ বলেন, সড়ক সংস্কারের জন্য আমরা প্রস্তাবনা পাঠিয়েছি। শিগগিরই দরপত্র আহ্বান করা হবে। এরপরই কাজ শুরু হবে।
বিডি প্রতিদিন/এমাই