বিএনপির নেতাকর্মীদের মুক্তির দাবিতে লালমনিরহাটে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। তবে গণমিছিলের পূর্বে কেন্দ্র ঘোষিত ১০ দফা নিয়ে বক্তব্য দেন বিএনপি নেতৃবৃন্দ।
শনিবার দুপুরে বিএনপি লালমনিরহাট জেলা কার্যালয় বিডিআর রোড থেকে গণমিছিলটি শুরু হয়ে লালমনিরহাট জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিশন মোড় গোল চত্বরে এসে শেষ হয়। বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা প্রমুখ।
এ সময় লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, লালমনিরহাট পৌর বিএনপির সভাপতি মো. আফজাল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কেন্দ্র ঘোষিত গণমিছিলের অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপি সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু গণমিছিলের নেতৃত্ব দেন। মিছিলটি কোনো ধরনের বাধা বিঘ্ন ছাড়াই শান্তিপূর্ণভাবে শেষ হয়।
বিডি প্রতিদিন/এমআই