ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় ৭ লাখ টাকা মূল্যের সাড়ে ৩ হাজার পিস ইয়াবা ও ৮৮ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব। শুক্রবার রাতে জেলার আশুগঞ্জ উপজেলার গোলচত্বর সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
আটককৃতরা হলো- জেলার আশুগঞ্জের চরচারতলা গ্রামের জীয়ন মিয়া (২৭) ও বিজয়নগর উপজেলার কামালপুর গ্রামের ঝন্টু মিয়া (৩৪)।
শনিবার সকালে র্যাব -১৪ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
র্যাব জানায়, জীয়ন ও ঝন্টু দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক চোরাচালান করে দেশের বিভিন্ন স্থানে পাচার করছিল। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল ঢাকা-সিলেট মহাসড়কের গোলচত্বর সংলগ্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে একটি পিকআপে তল্লাশি চালিয়ে ৩ হাজার ৫শ পিস ইয়াবাসহ ঝন্টুকে ও একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৮৮ বোতল ফেনসিডিলসহ জীয়নকে আটক করা হয়।
র্যাব ১৪-এর ভৈরব ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলী জানান, এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মাদক আইনে মামলা হয়েছে। মাদক বহনের কাজে ব্যবহৃত পিকআপ ও প্রাইভেটকারসহ তাদের কাছে থাকা নগদ ২৭ হাজার টাকা জব্দ করা হয়। মাদক নির্মূলে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বিডিপ্রতিদিন/কবিরুল