মোংলার পশুর নদীতে একটি বিদেশি জাহাজের চুরি করা মেশিনারী পণ্যসহ সুন্দরবন থেকে ৩ চোরাকারবারিকে আটক করেছে কোস্টগার্ড। উদ্ধারকৃত মালামালসহ আটক ৩ চোরাকারবারিকে শুক্রবার রাতে মোংলা থানা পুলিশের কাছে হস্তান্তর করে কোস্টগার্ড।
আটক ৩ চোরাকারবারি হলো- আল আমিন (৩৪), আশিক (৩২) ও আরিফ (৩০)। তাদের সবার বাড়ী বাগেরহাটের মোংলা উপজেলায়।
মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরের অপারেশন অফিসার লে. কমান্ডার শেখ মেজবাহ উদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে মোংলার পশুর নদীর জয়মনির ঠোটা সংলগ্ন সুন্দরবন এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড। এ সময়ে একটি ট্রলারের গতিবিধি সন্দেহ হলে সেটির গতিরোধ করা হয়। পরে ট্রলারটিতে তল্লাশি চালিয়ে বিদেশি জাহাজের চুরি করা ২২ বাক্স গোল্ডেন ব্রিজ ওয়েলডিং মেটারিয়াল, ৯টি মেটালিক ফ্যান লোবার, ১০টি জয়েন্ট বুশ, নগদ ১ লাখ ৩২ হাজার ১৬০ টাকা, ইয়াবা সেবনের ফয়েল পেপার ও কয়েক ধরণের দেশীয় অস্ত্র উদ্ধারসহ একটি ট্রলার আটক করা হয়। আটক করা হয় ৩ চোরাকারবারিকে। রাতে তাদেরকে মোংলা থানায় হস্তান্তর করা হয়।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, বিদেশি জাহাজের চোরাই মালামালসহ আটক ৩ চোরাকারবারিকে কোস্টগার্ড শুক্রবার রাতে থানায় হস্তান্তর করে। সকালে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর শনিবার সকালে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল