লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ট্রেনের ধাক্কায় উত্তম কুমার (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। শুক্রবার রাতে উপজেলার ‘ডিএস তেল পাম’ এলাকার উত্তর হলদিবাড়ি এলাকার রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহত উত্তম কুমার উপজেলার সিন্দুর্না ইউনিয়নের উত্তর হলদিবাড়ি গ্রামের বাড্ডু সাধুর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যার পর নিজ বাড়ীতে ধান মাড়াই করে রেল লাইনের পাশে ভুট্টা খেত দেখে বাড়ি ফেরার পথে লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারিগামী একটি লোকাল ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিডিপ্রতিদিন/কবিরুল