পাহড়ে নতুন বই দিয়ে নতুন বছরে শুরু হয়েছে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোর পাঠদান কার্যক্রম। ২০২৩ শিক্ষা বর্ষে জেলায় প্রাথমিক ও মাধ্যমিক স্তরে ৭০৬ টি সরকারি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১২৩ টি মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এক যোগে চার লক্ষ সাতান্ন হাজার ছয়শত বিরানব্বই বই বিতরণ করা হয়।
নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থীরা। রবিবার খাগড়াছড়ি সদরের ঠাকুরছড়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু। এ সময় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাহাব উদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
খাগড়াছড়ি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাহাব উদ্দিন জানান , খাগড়াছড়িতে প্রাথমিক পর্যায়ের ১ লাখ ১৩ হাজার ২৩২ জন শিক্ষার্থীর জন্য ৪ লাখ ৫৭ হাজার ৬৯২ টি পাঠ্যপুস্তকের চাহিদার বিপরীতে মিলেছে ১ লাখ ৭৪ হাজার ৬৫৯ টি। যা মোট চাহিদার ৩৮ শতাংশ। তবে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষায় শিক্ষা কার্যক্রমের জন্য শতভাগ পাঠ্যপুস্তক ও শিক্ষা উপকরণ পাওয়া গেছে।
বিডি প্রতিদিন/হিমেল