যশোর সদরের শানতলা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারো বাজার এলাকার আব্দুল কাদের শেখের ছেলে হযরত আলী (৩৫) ও একই এলাকার ইসহাক আলীর ছেলে বুলু (৪০)।
বারো বাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম জানান, মোটরসাইকেল আরোহী দুজনের রক্তাক্ত মরদেহ রাস্তায় পড়েছিল। ট্রাক না বাসের চাপায় পিষ্ট হয়ে তারা মারা গেছেন তা জানা যায়নি। মরদেহ যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ