জয়পুরহাট প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজির সাথে মতবিনিময় সভ আনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় জয়পুরহাট প্রেসক্লাবের সভাকক্ষে প্রেসক্লাব আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নবাগত জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।
জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি এড নৃপেন্দ্রনাথ মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক রতন কুমার খাঁ, সিনিয়র সাংবাদিক মোস্তাকিম ফাররোখ, আবু বকর সিদ্দিক, শাহজাহান সিরাজ মিঠু, আব্দুল আলীম, খ ম আব্দুর রহমান রনি, আলমগীর চৌধুরী প্রমুখ।
মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্ন এবং পরামর্শের আলোকে জেলা প্রশাসক সালেহীন তানভীর বলেন, তিনি এ জেলায় যোগদানের পর থেকেই সাংবাদিকদের মাধ্যমে বিভিন্ন বিষয়ে অবগত হয়েছেন। তিনি সাংবাদিকদের তথ্যমতে বিভিন্ন সমস্যার সমাধানের আশু পদক্ষেপ নিবেন বলে আশ্বস্ত করেছেন।
বিডি প্রতিদিন/এএম