নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলার দুর্গাপুর পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ মাওলানা আব্দুস ছালাম নির্বাচিত হয়েছেন।
নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ৬ হাজার ২৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (স্বতন্ত্র প্রার্থী) নারিকেল গাছ প্রতীকে বিএনপি নেতা শুভেন্দু সরকার পিন্টু পেয়েছেন ২ হাজার ৭৫৭ ভোট। এছাড়া বাংলাদেশ ইসলামী আন্দোলনের মাওলানা আব্দুল মান্নান (হাতপাখা) প্রতীকে ১ হাজার ১৪২ ভোট পেয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ হলরুমে নির্বাচনে ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা আব্দুল লতিফ শেখ। এর আগে সকাল সাড়ে আটটা থেকে পৌরসভার মোট নয়টি কেন্দ্রে শুরু হয় ভোটগ্রহণ। চলে বিকাল ৫টা পর্যন্ত। সকালে ঘন কুয়াশা ও তীব্র শীতের কারণে কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি একেবারে কম ছিল।
বেলা বাড়ার সঙ্গে ভোটারের সংখ্যা বাড়তে থাকে। দুগার্পুর পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২০ হাজার ৭৮১ জন। ভোট পড়েছে ১০ হাজার ১৯১টি ( ৪৯ দশমিক ০৪ শতাংশ)। অনেকেই আঙুলের ছাপ মেলাতে না পারায় ভোট দিতে পারেননি। এছাড়া বিকালে সুসং সরকারি বালিকা বিদ্যালয়ে হঠাৎ ভিড় বাড়ার কারণে বেশ কয়েকজন নারী ভোটার বিরক্ত হয়ে ভোট না দিয়ে চলে যান।
উল্লেখ্য, ২০২২ সালের ১৮ অক্টোবর মেয়র আলা উদ্দিন আলাল রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করলে পদটি শূন্য হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল