ফতুল্লার ধর্মগঞ্জে মরা গরুর মাংস বিক্রির দায়ে আব্দুল হালিম (৫৫) নামক এক কসাইকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকাল ৪টায় তাকে ঢালীপাড়া বাজার থেকে আটক করা হয়।
এসময় জব্দ করা হয় মরা গরুর ২০ কেজি মাংস। এর আগে এক গ্রাহক জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন দিয়ে কসাইয়ের বিরুদ্ধে অভিযোগ করেন।
এ বিষয়ে ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এ এস আই সামছুল জানায়, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ২০ কেজি মরা গরুর গোশতসহ কসাই আব্দুল হালিমকে আটক করা হয়।
বিডি প্রতিদিন/এএম