দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম এমপি বলেছেন, সর্বস্তরের মানুষের সমঅধিকার নিশ্চিত করছে শেখ হাসিনা। শিক্ষা, স্বাস্থ্য, অন্ন-বস্ত্র, আশ্রয়হীন মানুষের বাসস্থান নির্মাণসহ সকল বিষয়ে প্রধান্য দিয়ে এগিয়ে যাচ্ছে দেশ। শেখ হাসিনার সরকার গৃহহীনদের ঘর দিচ্ছেন। ঝড়ে যাওয়া শিক্ষার্থীদের উপবৃত্তির মাধ্যমে পড়াশোনা করার সুযোগ করে দিচ্ছেন।
তিনি আরো বলেন, পূর্ববর্তী সরকারের আমলে বিদ্যুৎ-পানি ও সারের অভাবে মানুষ দিশেহারা ছিল এদেশের জনগণ। অনেকে ‘হায় বিদ্যুৎ কোথায় বিদ্যুৎ’ ‘হায় পানি কোথায় পানি’ বলে আর্তনাদ করতো। সারের জন্যে লাইনে দাঁড়িয়ে সার না পেয়ে লাশ হয়ে ফিরেছে বাড়িতে। সকল ধরনের অধিকারা বঞ্চিত মানুষগুলো এখন শান্তিতে বসবাস করছে। কোথায় কোন হাহাকার নেই। নেই কোন সংকট। যেদিকে তাকাবেন শুধুই উন্নয়নের জোয়ার ভাসছে। অবাক বিশ্ব তাকিয়ে আছে। বিশ্ব নেতাদের দৃষ্টি কেড়েছেন জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব।
সোমবার দুপুরে উপজেলার বাঞ্ছারামপুর-জগন্নাথপুর কবরস্থান মাদ্রাসায় কম্বল বিতরণকালে তিনি এসব কথা বলেন। এসময় আর উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা একি মিত্র চাকমা, সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. নূরূল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান জলি আক্তার, ভাইস চেয়ারম্যান সায়েদুল ইসলাম, পৌর মেয়র তফাজ্জল হোসেন, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক কাজী জাদিদ আল রহমান জনি, একেএম শহিদুল হক বাবুল, পাহাড়িয়াকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জাকির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মাহমুদুল হাসান ভূইয়া, উপজেলা ছাত্রলীগ সভাপতি এমএস রানা, সাধারণ সম্পাদক আ. রাজ্জাক, পৌর ছাত্রলীগ সভাপতি হিমেল সরকার, সাধারণ সম্পাদক সামুয়েল আহমেদ, কলেজ ছাত্রলীগ সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাসুদ প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল