বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়, পদ্মা সেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু ট্যানেল, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসহ দেশে উন্নয়নের জোয়ার বয়ে যায়। আর বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় এসে হাওয়া ভবন করে লুটপাট আর দুর্নীতি করে দেশের সম্পদ বিদেশে পাচার করে। মোংলা বন্দর বন্ধ করে দেয়, শেখ হাসিনার সরকার ক্ষমতায় এসে বন্ধ করে দেয়া সেই মোংলা বন্দর চালু করে লাভজনক বন্দরে রূপান্তর করে।
বুধবার সন্ধ্যায় বাগেরহাট জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শেখ হেলাল বলেন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ মুজিব আদর্শের সৈনিকেরা ঐক্যবদ্ধ থাকলে বিএনপি-জামায়াত রাজপথে নামতে পারবে না। ওরা কোনো দিনই ক্ষমতায় আসতে পারবে না। ২০২৪ সালের নির্বাচনেও শেখ হাসিনার নেতৃত্বে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে যুবলীগসহ দলীয় নেতৃবৃন্দকে এখন থেকে ঘরে-ঘরে গিয়ে গণসংযোগের আহ্বান জানান তিনি।
সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, সময় এসেছে নিজেদের পরিবর্তন করার। ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করার। চাঁদাবাজ, টেন্ডারবাজদের দল থেকে বহিষ্কার করুন। রংবাজি বন্ধ করুন। মানুষকে অত্যাচার নিপীড়ন করা যাবে না। বরঞ্চ কোথাও অন্যায় অবিচার দেখলে তার প্রতিবাদ করতে হবে। চাঁদাবাজ-টেন্ডারবাজদের যুবলীগে স্থান হবে না। কোন সাংগঠনিক পদ ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে না। সৎ ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে সংগঠন গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে বাগেরহাট-২ আসনের এমপি শেখ সারহান নাসের তন্ময় বলেন, আমার ভাই শেখ ফজলে শামস পরশ যুবলীগ চেয়ারম্যান হওয়ায় যুব ও তরুণ সমাজ আজ উদ্বেলিত। যুবলীগ আজ অতীতের চেয়ে অনেক বেশি শক্তিশালী। বিএনপি-জামায়াত এখন পিছনের দরজা দিয়ে অগণতান্ত্রিকভাবে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে চায়। ওদের অগণতান্ত্রিক তৎপরতা রুখে দিতে যুব সমাজকে রাজপথে তৎপর থাকতে হবে।
এদিকে, দীর্ঘ ১৬ বছর পর সম্মেলনকে ঘিরে ক্ষমতাসীন দলের যুবসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করে। সম্মেলন ঘিরে সকাল থেকে গোটা শহর মিছিলের শহরে পরিণত হয়। বিভিন্ন উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সম্মেলন স্থলে জড়ো হন।
বাগেরহাট জেলা যুবলীগের আহ্বায়ক সরদার নাসির উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক ও এস এম কামাল হোসেন, বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র খুলনা সদরের এমপি শেখ সালাউদ্দিন, বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার, বাগেরহাট-৪ আসনের এমপি আমিরুল আলম মিলন, বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল উদ্দিন, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপি, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, সাধারণ সম্পাদক ভূইয়া হেমায়েত উদ্দিন, বাগেরহাট সদরের সাবেক এমপি মীর শওকাত আলী বাদশা প্রমুখ।
বিডি প্রতিদিন/আরাফাত