২ ফেব্রুয়ারি, ২০২৩ ২০:৩৯

ঠাকুরগাঁওয়ে নির্বাচনে জামানত হারালেন ৪ প্রার্থী

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে নির্বাচনে জামানত হারালেন ৪ প্রার্থী

বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগে শূন্য হওয়া ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ ও রাণীশংকৈল) আসনে উপনির্বাচনে জামানত হারিয়েছেন ১৪ দলের মনোনীত প্রার্থীসহ চারজন পদপ্রার্থী। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল হাসান। 

কর্মকর্তা বলেন, অনুষ্ঠিত উপনির্বাচনে মোট ৩ লাখ ২৬ হাজার ৭৪১ ভোটের মধ্যে ১ লাখ ৫০ হাজার ৩৩৪টি ভোট পড়েছে। এতে ৮৪,০৪৭ ভোটে পেয়ে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হাফিজ উদ্দিন আহমেদ লাঙ্গল প্রতীকে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ গোপাল চন্দ্র রায় একতারা প্রতীকে পেয়েছেন ৫০,৩০৯ ভোট। আর হাতুড়ি প্রতীকে ১১,৩৫৬ ভোট পেয়ে ১৪ দলের মনোনীত প্রার্থী অধ্যাপক ইয়াসিন আলী ২২৫৭ ভোট পেয়ে গোলাপ ফুল প্রতীকে এমদাদুল হক ও ৯৫১ ভোট পেয়ে আম প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টির  শাফি আল আসাদ, ১৪১২ ভোট পেয়ে টেলিভিশন প্রতীকে বাংলাদেশ ন্যাশনানিল্ট ফ্রন্ট (বিএনএফ) সিরাজুল ইসলাম জামানত হারিয়েছেন। 

জামানত হারানোর বিষয়ে জানতে চাইলে ১৪ দলের মনোনীত প্রার্থী ও জেলা ওয়াকার্স পাটির সভাপতি অধ্যাপক ইয়াসিন আলী বলেন, এত কম ভোট পাব বুঝতে পারিনি। যারা প্রতিশ্রুতি দিয়েছিলেন তারা তা রক্ষা করেননি বলে আজকে এমন পর্যায় ১৪ দলের। 

লাঙ্গল প্রতীকে বিজয়ী নবনির্বাচিত সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেন, এর আগেও আমি এমপি হিসেবে দায়িত্ব পালন করেছি। আবার জনগণ আমার উপর আস্থা রেখেছেন। জনগণের সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি আমি।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর