চালককে নির্মমভাবে কুপিয়ে অটোরিকশা ছিনতাই করে পালিয়েছে দুর্বৃত্তরা।
আহত অটোরিকশা চালকের নাম রেজাউল ইসলাম (৪২)। তিনি পাশের নাটোর জেলার সদর উপজেলা জালালাবাদ গ্রামের আবদুল করিমের ছেলে।
রবিবার ভোরে রাজশাহীর পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নের সরিষা বাড়ি বাজারের পাশে এ ঘটনা ঘটেছে।
সকালে স্থানীয়রা তাকে পড়ে থাকতে দেখে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে দুপুরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুঠিয়া উপজেলার সরিষা বাড়ি বাজারের স্থানীয় ব্যবসায়ীরা জানান, রবিবার সকালে একজন ভ্যানচালক প্রথমে ওই অটোরিকশা চালককে রাস্তায় পড়ে থাকতে দেখেন। পরে তিনি আশপাশের লোকজনকে ডেকে নিয়ে আসেন। এরপর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়।
পুঠিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের জরুরি বিভাগের চিকিৎসক সাব্বির রহমান বলেন, স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় ওই অটোরিকশা চালককে সকালে এখানে নিয়ে আসেন। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার অবস্থা আশঙ্কাজনক ছিল। তাই উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তারা এরই মধ্যে ঘটনাটির তদন্ত শুরু করেছেন। আহত ব্যক্তি বা তার পরিবার এ ঘটনায় থানায় মামলা দায়ের করলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/বাজিত