দিনাজপুরের ঘোড়াঘাটে নিজ বাড়ির উঠানে থাকা আম গাছ থেকে শহিদুল ইসলাম নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত শহিদুল ইসলাম (৫৫) ঘোড়াঘাট পৌর এলাকার মহুয়াবাগ গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।
রবিবার বেলা ১০টার দিকে ঘোড়াঘাট পৌর এলাকার মহুয়াবাগ গ্রামের ওই বাড়ী থেকে লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা থানায়, রবিবার ভোরে মৃত শহিদুল ইসলামের মেয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাহিরে আসলে আম গাছে তার পিতার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পরিবারের সদস্যদের জানায়।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ওসি (তদন্ত) জয়ন্ত কুমার সাহা জানান, এ ঘটনায় ইউডি মামলা হয়েছে। অভিযোগ না থাকায় লাশটি পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ