৮ ফেব্রুয়ারি, ২০২৩ ১৮:৪৭

লক্ষ্মীপুরে যুবতীর মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরে যুবতীর মরদেহ উদ্ধার

ফাইল ছবি

লক্ষ্মীপুরে একটি পরিত্যক্ত কোল্ড স্টোরেজ থেকে অজ্ঞাত এক যুবতীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের মজুচৌধুরীহাট এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ।

পুলিশ ও এলাকবাবাসী জানায়, ছোট একটি শিশু খেলার চলে ওই কোল্ড ষ্টোরেজে ঢুকে পড়ে। এসময় মরদেহটি দেখে চিৎকার দিলে স্থানীয়রা এসে নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন।  

ধারণা করা হচ্ছে, ২৫ বছর বয়সী ওই তরুণীর গলায় কেউ ওড়না পেঁচিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ ফেলে রেখে গেছে। নিহত তরুণীর পরিচয় এখনো জানা যায়নি। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মরদেহটির পরিচয় শনাক্ত ও আসামিদের গ্রেফতারের চেষ্টা করছে বলে জানান। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসলেহ উদ্দিন ঘটনার সত্যাতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে দুই থেকে তিন-দিন আগে তাকে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে বলে জানান ওসি।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর