১১ ফেব্রুয়ারি, ২০২৩ ১৫:৩২

মোরেলগঞ্জে বিএনপির পদযাত্রায় হামলার অভিযোগ

মোরেলগঞ্জ প্রতিনিধি

মোরেলগঞ্জে বিএনপির পদযাত্রায় হামলার অভিযোগ

মোরেলগঞ্জে বিএনপির পদযাত্রা

বাগেরহাটের মোরেলগঞ্জে আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশ থেকে বিএনপির পদযাত্রায় হামলার অভিযোগ উঠেছে। শনিবার বেলা ১০টার দিকে হোগলাপাশা ইউনিয়ন বিএনপির পদযাত্রায় হামলার ঘটনায় যুবদল ও ছাত্রদলের ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন।

আহতদের মধ্যে যুবদল নেতা গিয়াস শেখ (৪৬), সাবেক ছাত্রদল নেতা মো. আক্কাস হাওলাদার ও ছাত্রদলের সহ-সভাপতি মো. রনি শেখকে পিরোজপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল জানিয়েছেন।

তবে হোগলাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম নান্না এই অভিযোগ অস্বীকার করে বলেন, বিএনপি সব সময় মিথ্যাচারে বিশ্বাসী। তাদের ওপর কেউ হামলা করেনি।

পূর্ব নির্ধারিত কর্মসূচি বাস্তবায়নের জন্য আওয়ামী লীগ সকল ইউনিয়নে শান্তি সমাবেশ করেছে। সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে যোগ দিয়েছেন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর