গাজীপুরের কালিয়াকৈরে মোটরসাইকেল ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে দুই কলেজ ছাত্র গুরুতর আহত হয়েছে। দুর্ঘটনার পর কলেজ ছাত্ররা কালিয়াকৈর-ধামরাই সড়কের এক ঘণ্টা অবরোধ করে রাখে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে দশটার সময় উপজেলার বকসীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
আহতরা হলেন, উপজেলার বাংগুরী গ্রামের রহমানের ছেলে সোহান (১৮)। একই গ্রামের জিহাদ। ওই দুই কলেজ ছাত্র কালিয়াকৈর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে কলেজ ছুটির পর মোটরসাইকেল যোগে দুই বন্ধু বাড়িতে যাওয়ার সময় ধামরাই-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের উপজেলার বকসীবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মালবাহী একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল থেকে সোহান ও জিহাদ ছিটকে সড়কের উপর পড়লে সোহানের পায়ের উপর দিয়ে চলে যায় নিয়ন্ত্রণ হারানো ট্রাকটি। এলাকাবাসী আহত সোহান ও জিহাদকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
খবর পেয়ে কালিয়াকৈর ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা ধামরায় টু কালিয়াকৈর আঞ্চলিক সড়ক অবরোধ কর। এ সময় ওই সড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সাথে আলাপ আলোচনা শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, অবরোধ তুলে নেওয়া হয়। এতে যান চলাচল স্বাভাবিক হয়। এই ঘটনায় কলেজটির এইচএসসি দ্বিতীয় বর্ষের প্রি-টেস্ট পরীক্ষা স্থগিত করা হয়েছে।
কালিয়াকৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আকবর আলী খান জানান, সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সাথে আলাপ করে পরিবেশ শান্ত করলে যান চলাচল স্বাভাবিক হয়।
কালিয়াকৈর ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত ) মুহাম্মদ আলাউদ্দিন খান জানান, বেপরোয়াভাবে ট্রাকটি চালিয়ে আমাদের কলেজের দুই ছাত্রকে আহত করার ঘটনায় ছাত্র-ছাত্রীরা সড়ক অবরোধ করেছিল। পরে পুলিশ এসে আলাপ-আলোচনা করে অবরোধ তুলে নেয়া হয়েছে। আজকে যে পরীক্ষা ছিল তা স্থগিত করা হয়েছে। পরে কলেজ ছুটি দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল