৭ মার্চ, ২০২৩ ০৮:৩৯

ফরিদপুরে ২০ মেধাবী ছাত্রী পেল বাইসাইকেল

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে ২০ মেধাবী ছাত্রী পেল বাইসাইকেল

ফরিদপুর সদরের গেরদা ইউনিয়নে অবস্থিত আবুল ফয়েজ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির ২০ জন ছাত্রীকে বিনামূল্যে বাই-সাইকেল প্রদান করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় বিদ্যালয়ের মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দাতব্য প্রতিষ্ঠান এ. এফ. মুজিবুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ৭ম শ্রেণির ছাত্রী ফাহিমা ও তানজিলার হাতে সাইকেল তুলে দিয়ে কর্মসূচি উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও ফাউন্ডেশনের ট্রাস্টি এম.নূরুল আলম। পরে অন্য ১৮ জন ছাত্রীর হাতে বাই-সাইকেল তুলে দেন ফাউন্ডেশনের প্রতিনিধি লোনা টি. রহমান, কামাল আহমেদ, স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম ও আমন্ত্রিত অতিথিবর্গ। 

দূরবর্তী গন্তব্য থেকে স্কুলে যাতায়তকারি মেধাবী ছাত্রীদের গত ২০১৮ সাল থেকে ফাউন্ডেশনের উদ্যোগে এই বাই-সাইকেল বিতরণ করা হয়ে আসছে। এ যাবত শতাধিক ছাত্রীকে বাই-সাইকেল প্রদান করা হয়েছে। 

স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, এই সাইকেল পেয়ে ছাত্রীদের শুধু যাতায়তে সুবিধা হচ্ছে তাই নয়, তাদের আত্মবিশ্বাসও বৃদ্ধি পাচ্ছে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর