শিরোনাম
২৬ এপ্রিল, ২০২৩ ১৪:৪৭

গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

প্রতীকী ছবি

বরিশালের গৌরনদীতে অজ্ঞাত যানের ধাক্কায় ভ্যানযাত্রী পানচাষী গৌতম দত্ত (৪০) নিহত হয়েছে। মঙ্গলবার বিকেলে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীর বড় কসবা এলাকায় এই দুর্ঘটনায় ভ্যানের চালকসহ ২জন আহত হয়েছে। 

গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল মোল্লা জানান, মঙ্গলবার বিকেলে বড় কসবা এলাকায় অজ্ঞাত একটি যানের ধাক্কায় একটি চলন্ত ভ্যান থেকে ছিঁটকে পড়ে চালকসহ ৩ জন আহত হয়। আহতদের মধ্যে গুরুতর গৌতম দত্তকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। অন্যদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত পৌঁনে ৮ টার দিকে গৌতম দত্তের মৃত্যু হয়। নিহত গৌতম ওই উপজেলার চাঁদশী গ্রামের মৃত গেবিন্দ দত্তের ছেলে। ঘাতক যানটি শনাক্ত করে আটকের চেষ্টা চলছে বলে হাইওয়ে থানার ওসি জানিয়েছেন।
 
বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর