গোপালগঞ্জের মুকসুদপুরে বাসের ধাক্কায় নসিমন চালক নিহত হয়েছে। এসময় আহত হয়েছে এক যাত্রী। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার রিশাতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
মুকসুদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) খন্দকার আমিনুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি গাড়ি নসিমনকে ধাক্কা দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা নসিমন চালক ও যাত্রীকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে চিকিৎসক নসিমন চালক আজিজুল কারীকে (৫২) মৃত ঘোষণা করেন।
আর নসিমন যাত্রী রফিককে (৫৩) উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। নিহত নসিমন চালক আজিজুল কারী ফরিদপুর জেলার সালথা উপজেলার চরবাংরাইল গ্রামের নান্না কারীর ছেলে।নিহত আজিজুল কারীর ভাই ইয়াছিন কারী জানায়, সালথা উপজেলার ফুলবাড়িয়া থেকে আম বোঝাই করে তার ভাই টেকেরহাট যাচ্ছিল। পথি মধ্যে মুকসুদপুর উপজেলার রিশাতলা নামক স্থানে আসলে ইমাদ পরিবহন তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আমার ভাই মারা যায়। অন্যজন আহত হয়।
বিডি প্রতিদিন/এমআই