কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফুলবাড়ী থানা পুলিশ। শনিবার দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী সদর ইউনিয়ন এর বিদ্যাবাগীশ গ্রাম থেকে ওই এলাকার মাদক কারবারি ফুলমিয়া ওরফে বাবু (৩৮), রফিকুল ইসলাম (৩৫) ও লিটন চন্দ্র (৩২) নামে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে ৫৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের নামে ফুলবাড়ী থানায় মামলা দিয়ে বিকেলে কুড়িগ্রামে জেল হাজতে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিরদের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।