৮ মে, ২০২৩ ১৯:১৩

বাগেরহাটে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালিত

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালিত

‘ভয় নয়, থ্যালাসেমিয়া জয় মূলমন্ত্র সচেতনতায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সোমবার সকালে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের কনফারেন্স রুমে বিশ্ব থ্যালাসেমিয়া দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট বিএমএ’র সাধারণ সম্পাদক বিশিষ্ট চিকিৎসক ডা. মোশাররফ হোসেন মুক্ত। আলোচনা সভায় হাসপাতালে কর্মরত চিকিৎসকরা থ্যালাসেমিয়ার বিভিন্ন বিষয় নিয়ে তাদের বক্তব্যে সচেতনতার মাধ্যমে থ্যালাসেমিয়াকে জয় করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
এসময়ে আগত থ্যালাসেমিয়া রোগী ও তাদের স্বজনেরা উপস্থিত ছিলেন। 


বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর