১৬ মে, ২০২৩ ১৫:০৫

মনোনয়ন জমায় আচরণ বিধি লঙ্ঘন, তিন কাউন্সিলর প্রার্থীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

মনোনয়ন জমায় আচরণ বিধি লঙ্ঘন, তিন কাউন্সিলর প্রার্থীকে জরিমানা

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার সময় আচরণবিধি লঙ্ঘনের দায়ে তিনজন কাউন্সিলর প্রার্থীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিন উদ্দিনের ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার দুপুরে এই দণ্ডাদেশ দেন। 

বিসিসি নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানা যায়, শেষ দিনে দলবল নিয়ে মনোনয়নপত্র জমা দিতে যান কয়েকজন প্রার্থী। এ সময় নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের দায়ে ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. জাকির হোসেন ভুলুকে ৫ হাজার, ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শেখ আনোয়ার হোসেনকে ২০ হাজার এবং ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শহিদ খান আজাদকে ২০ হাজার টাকা জরিমানা করে নির্বাচন কমিশনের ভ্রাম্যমাণ আদালত।

এছাড়া মোটরসাইকেল বহর নিয়ে মনোনয়ন জমা দিতে যাওয়ায় অন্য তিনপ্রার্থীকে মোটরযান আইনে ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহেল মারুফ।  

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর