জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা এলাকা থেকে ৯৮ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন-পাঁচবিবি উপজেলার ছেলেবোলো এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে ওয়াসিম আলী মন্ডল (২৭) ও বরন পুকুরপাড় এলাকার জাকের মন্ডলের ছেলে রমজানুল ইসলাম।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক রফিকুল ইসলাম জানান, আসামিরা দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন। গত রাতে বাগজানা এলাকায় মাদক পাচার হচ্ছে-এমন গোপন সংবাদ আসে র্যাবের কাছে। পরে সেখানে অভিযান চালিয়ে ৯৮ বোতল ফেনসিডিলসহ তাদের দুজনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় পাঁচবিবি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই