গাইবান্ধার পলাশবাড়ি উপজেলায় সম্পর্ক ভেঙে যাওয়ার ক্ষোভে প্রেমিকার চার বছর বয়সী ভাই বায়েজিদকে হত্যা করে প্রেমিক সাকিব হাসান রোমান (১৯)। মঙ্গলবার গাইবান্ধা পুলিশ সুপার এক প্রেস ব্রিফিংয়ে অভিযুক্তের স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে এ তথ্য জানান।
এর আগে ৮ মে পলাশবাড়ির তালুক ঘোড়াবান্দা বালুখোলা গ্রামের প্রবাসী তাহারুল মিয়ার সন্তান বায়েজিদ (৪) নিখোঁজ হয়। এ ঘটনায় বায়েজিদের মা থানায় ডায়েরি এবং পরে অজ্ঞাতনামাদের আসামি করে অপহরণ মামলা করেন। এদিকে গত ১৩ মে গ্রামের একটি ধানক্ষেত থেকে শিশু বায়েজিদের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন অবস্থায় অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ সুপার মো. কামাল হোসেন জানান, অপহরণ মামলা দায়েরের পর ১০ মে সন্দেহভাজন একই এলাকার সাইফুল ইসলামের ছেলে সাকিব হাসান রোমান ও সোহরাব হোসেনের ছেলে শরিফুলকে গ্রেফতার করা হয়। পরে আরও সাতজনকে গ্রেফতার করা হয়।
এর মধ্যে রোমান ও শরিফুলকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সন্তোষজনক তথ্য না পাওয়ায় আদালতে রিমান্ডের আবেদন করা হয়। ১৪ মে দুই আসামির দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ডে রোমান ঘটনায় তার জড়িত থাকার কথা স্বীকার করে এবং ১৫ মে আদালতে ১৬৪ ধারায় দোষ স্বীকার করে জবানবন্দি দেয়।
পুলিশ সুপার আরও বলেন, জিজ্ঞাসাবাদে রোমান দাবি করেন নিহত শিশু বায়েজিদের বোন তিশা আক্তারের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু এক পর্যায়ে তিশা প্রেমিক রোমানের সাথে তার প্রেমের সম্পর্ক ভেঙে দেয়। পরে তিশার পরিবার তার অন্যত্র বিয়ে দেওয়ার চেষ্টা করে। এতে ক্ষিপ্ত হয়ে রোমান হত্যাকাণ্ড ঘটনায়।
বিডি প্রতিদিন/এমআই