বগুড়ার নন্দীগ্রামে পৃথক অভিযানে ইয়াবা, হেরোইন ও গাঁজাসহ আটজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরর পর বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- নন্দীগ্রাম পৌরসভার চুকাইপাড়ার নিজাম উদ্দিনের ছেলে খায়রুল ইসলাম (১৯), ঢাকইর মহল্লার সাইফুল ইসলামের ছেলে ফজলে রাব্বি (২০), উপজেলার ভদ্রদিঘী পশ্চিমপাড়ার মৃত ছেবর উদ্দিনের ছেলে শরিফুল ইসলাম (২৯) এবং কালাইচাপর গ্রামের মৃত আয়েজ উদ্দিনের ছেলে আব্দুল কাদের (৪১)। এদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে পৃথক অভিযানে চালিয়ে নারী অপহরণ মামলায় উপজেলার বাদলাশন গ্রামের জিল্লুর রহমানের ছেলে রবিউল ইসলাম (১৯), ঢাকইর মহল্লার মৃত মহাসিন আলীর ছেলে মানিক (৩২), মুরাদপুরের বাদশা মিয়ার ছেলে আইয়ুব আলী (৩৩) ও আপুচাগাড়ীর মৃত হামেদ আলীর ছেলে শরিফুল ইসলামকে (৩৫) গ্রেফতার করা হয়।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, মঙ্গলবার পৌরসভার নামুইট দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার, বুধবার উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কুন্দারহাট বাসস্ট্যান্ড এলাকা থেকে দুই গ্রাম হেরোইন উদ্ধার এবং একইদিনে বুড়ইল ইউনিয়নের ভদ্রদিঘী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম