কুষ্টিয়ার কুমারখালীর পদ্মা নদীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ এক হাজার মিটার কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল জব্দ করা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার কয়া ও শিলাইদহ এলাকায় অভিযান পরিচালনা করে উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তার কার্যালয়। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
এ বিষয়ে উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুল হাসান বলেন, তিনি গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের সহযোগীতায় পদ্মানদীতে অভিযান পরিচালনা করেন। অভিযানে নিষিদ্ধ এক হাজার মিটার কারেন্ট জাল ও ১০টি চায়না দুয়ারী জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম