৪ জুন, ২০২৩ ২২:০৪

হালুয়াঘাটে অসংক্রামক রোগ প্রতিরোধে করণীয় বিষয়ক সেমিনার

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

হালুয়াঘাটে অসংক্রামক রোগ প্রতিরোধে করণীয় বিষয়ক সেমিনার

ময়মনসিংহের হালুয়াঘাটে অসংক্রামক রোগ প্রতিরোধে করণীয় এবং স্বাস্থ্যকর খাবার, বিশ্রাম ও শারীরিক ব্যায়ামের উপকারিতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৪ জুন) দুপুরে লাইফস্টাইল, হেলথ এডুকেশন এন্ড প্রমোশন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে ও প্লে ডক্টরের সহযোগিতায় হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুনীর আহম্মেদ। 

এসময় আরো উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নেলসন ফান্সিস পালমা, মেডিকেল অফিসার ডা. মো. শাহাদত হোসেন, ডা. সাদিয়া আকরাম মিষ্টি, ডা. নাজিয়া তাসমিন তন্দ্রাসহ স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ। 

    
বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর