ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি ইকরামুল হক টিটুর নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে একটি ভুয়া অ্যাকাউন্ট খুুলে বিএনপির পক্ষে পোস্ট করার অভিযোগ উঠেছে। বিষয়টি মেয়রের নজরে এলে তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি পোস্ট করেন।
সেখানে তিনি উল্লেখ করেন, ‘ভুয়া আইডি খুলে মানুষকে বিভ্রান্ত করার পাঁয়তারা, সকলকে সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছি। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’
মঙ্গলবার সকালে এ ঘটনায় মেয়র টিটুর ব্যক্তিগত সহকারী মো. আরিফ হোসেন বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। সেখানে উল্লেখ করা হয়, ‘অজ্ঞাতনামা ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়র ইকরামুল হক টিটুর নাম ও ছবি ব্যবহার করে ফেক আইডি খুলেছেন। এতে যে কোনো সময় সমাজ বা রাষ্ট্রবিরোধী আপত্তিকর পোস্ট দিয়ে বড় ধরনের ক্ষতি করার আশঙ্কা রয়েছে।’আরিফ হোসেন জানান, ইকরামুল হক টিটু আওয়ামী লীগের দলীয় সিটি মেয়র এবং তিনি ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের বর্তমান সভাপতি। অথচ ওই ভুয়া আইডিতে মেয়রের নাম ও ছবি ব্যবহার করে বিএনপির পক্ষে নানা ধরনের পোস্ট দেওয়া হয়েছে। যা স্পষ্টত ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। আশা করছি দ্রুত সময়েই ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন হবে।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি শাহ মো. কামাল আকন্দ বলেন, একটি ভুয়া আইডিতে মেয়রের নাম ও ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর পোস্ট দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় জিডি দায়ের হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই