মৌলভীবাজারের কমলগঞ্জে ধলই সীমান্ত এলাকা থেকে তিন রোহিঙ্গা তরুণীকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। আটককৃতরা হলেন মিনারা বেগম, করমিনা বেগম ও হামিমা বেগম। এরা উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
আজ শুক্রবার কমলগঞ্জের সীমান্তবর্তী ধলই চা বাগান এলাকা দিয়ে সীমান্ত অতিক্রম করে ভারতের ত্রিপুরা রাজ্যে প্রবেশ করতে গেলে তাদের আটক করে বিজিবি। আটক ৩ রোহিঙ্গা তরুণীকে কমলগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।
তারা পুলিশকে জানায়, কক্সবাজারের উখিয়া ক্যাম্প থেকে পালিয়ে মৌলভীবাজার এসেছে। ধলাই সীমান্ত দিয়ে তারা ভারতে প্রবেশ করতে চেয়েছিল।
স্থানীয়ভাবে জানা যায়, শুক্রবার ৪ পুরুষ ও ৩ তরুণীর সমন্বয়ে ৭ রোহিঙ্গা ধলই সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করতে গেলে ধলই ক্যাম্পের বিজিবি সদস্যরা ধাওয়া করে ৩ রোহিঙ্গা তরুণীকে আটক করে। এসময় তাদের সঙ্গে থাকা ৪ পুরুষ রোহিঙ্গা পালাতে গিয়ে ভারতে প্রবেশ করলে বিএসএফ সদস্যরা তাদের আটক করে।
কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী বলেন, আটক ৩ রোহিঙ্গা তরুণীকে আবার উখিয়া ক্যাম্পে পাঠানো হবে। তাদের সাথে ৪ পুরুষ রোহিঙ্গাকে বিএসএফ আটক করেছে।
বিডি প্রতিদিন/এএ