১০ জুন, ২০২৩ ১৭:২১

গাইবান্ধায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা পরিস্থিতি নিয়ে সংলাপ

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা পরিস্থিতি নিয়ে সংলাপ

গাইবান্ধায় ‘প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা পরিস্থিতি ; আমাদের করণীয়’ বিষয়ে  সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) এর সংলাপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে এসকেএস ইন জলধারা হলরুমে সিপিডির ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য এই সংলাপে সভাপতিত্ব করেন।

গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী সংলাপে প্রধান অতিথি ছিলেন। সিপিডির ফেলো ড. মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় সংলাপে মূল প্রতিবেদন উপস্থাপন করেন সিপিডির সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান, আলোচনা করেন অধ্যাপক জহুরুল কাইয়ুম, সুন্দরগঞ্জ পৌরসভার মেয়র আব্দুর রশিদ সরকার, অধ্যাপক ড. অনামিকা সাহা। এছাড়া সংলাপে অভিভাবক, শিক্ষক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সংলাপে বক্তারা বলেন, সরকারি প্রাথমিক শিক্ষায় নানা অব্যবস্থাপনা আছে। চরাঞ্চলে স্কুল আছে তো শিক্ষক নেই, শিক্ষক থাকলেও পরিদর্শন যথেষ্ট নয়, আবার শিক্ষার্থী ঝড়ে পড়ার হার অনেক। উপবৃত্তি দেয়ার ক্ষেত্রে এলাকার দারিদ্রতার সাথে তা সমন্বয় করে দেয়া দরকার। চরাঞ্চলের শিক্ষার্থী, ক্ষুদ্র নৃগোষ্ঠি, দলিত রবিদাস শ্রেণির শিক্ষার্থীদের নানা রকমের সমস্যা আছে। তাই এলাকা ভিত্তিক পলিসি গ্রহণ এবং চরাঞ্চলের জন্য পৃথক শিক্ষা ক্যালেন্ডার করতে হবে। প্রাথমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোর জন্য পৃথক প্রকৌশল ইউনিট করার দাবি জানান বক্তারা।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর