বরেণ্য রাজনৈতিক নেতা শহীদ এএইচএম কামারুজ্জামানের জন্মশতবার্ষিকী আজ। সোমবার দিবসটি ঘিরে নানা ধরনের উদ্যোগও রয়েছে।
জাতীয় চার নেতার একজন শহীদ এ এইচ এম কামারুজ্জামান হেনা (১৯২৩-১৯৭৫) স্মরণীয় ব্যক্তিত্ব হিসাবে ইতিহাসে রয়েছেন। এএইচএম কামারুজ্জামান বাংলাদেশের প্রথম স্বরাষ্ট্র মন্ত্রী এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা। তিনি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে গঠিত অস্থায়ী সরকারের স্বরাষ্ট্র, কৃষি এবং ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন। পরবর্তীকালে, পুনর্গঠিত সরকারে তিনি ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হন। ১৯৭২ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত বিভিন্ন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৫ সালে নতুন মন্ত্রিসভায় তিনি শিল্পমন্ত্রীর দায়িত্ব পান।
শহীদ এএইচএম কামারুজ্জামান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে তাঁর নিজ জেলা রাজশাহীতে আজ দিনভর সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। তাঁর জ্যেষ্ঠ পুত্র আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন এই সকল সূচিতে অংশ নিবেন বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন