বরগুনা পুলিশ লাইন চত্ত্বরে গাছের বিভিন্ন চারা রোপণ করেছে পুলিশ সুপারসহ পুলিশ সদস্যরা। পুলিশ সুপার আব্দুস ছালাম বলেন, প্রকৃতির সাথে আমাদের সম্পর্ক যে জন্ম জন্মান্তরের কখন কখন আমরা ভুলে যাই। প্রকৃতি ও জীবন ক্লাব 'সবুজে সাজাই বাংলাদেশ' কর্মসূচির আওতায় বরগুনার শুধু বেড়িবাধ নয়, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে হাজার হাজার গাছের চারা রোপণ করছে যা ব্যতিক্রম।
পুলিশ বিভাগের সকল সদস্যকে এই কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করে নিজ নিজ উদ্যোগে গাছের চারা রোপণ এবং পরিচর্যা করার আহ্বান জানান পুলিশ সুপার।
এসময় প্রকৃতি ও জীবন ক্লাবের সভাপতি ড. খলিলুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাড. সোহেল হাফিজ, উপদেষ্টা মনির হোসেন কামাল, সোহেলি পারভীন ছবি, সায়েরা খাতুন রুবী, মো. হাসানুর রহমান ঝন্টু, আসাদ তালুকদার, তাসনিয়া হাসান অর্পিতা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম