গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আন্দার মানিক এলাকার মাংস ব্যবসায়ী আব্দুল খালেকের গোয়াল ঘর থেকে গভীর রাতে ৪টি ষাড় গরু চুরি হয়েছে। রবিবার দিবাগত রাতে চোরেরা গোয়াল ঘরের দরজার শিকল কেটে সিসি ক্যামেরার তার কেটে গরু চুরি করে নিয়ে যায়।
জানা গেছে, উপজেলার আন্দার মানিক এলাকার মাংস ব্যবসায়ী আব্দুল খালেকের গোয়াল ঘরে ১০/১২টি গরু ছিল। কোরবানির ঈদে গরুগুলো বিক্রির জন্য রাখা হয়েছে। গোয়াল ঘরে সিসি ক্যামেরা লাগানো আছে। তা ছাড়া গোয়াল ঘরে গরুর মালিকসহ ৪/৫ জন শ্রমিক কর্মচারী ছিল। গভীর রাতে চোরেরা গোয়াল ঘরের দরজার শিকল কেটে ও সিসি ক্যামেরার তার কেটে ৪টি ষাড় গরু চুরি করে নিয়ে যায়। ওই ঘটনায় গরুর মালিক আব্দুল খালেক কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
কালিয়াকৈর থানার ডিউটি অফিসার (এস আই) দয়াল চন্দ্র সরকার ওই ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করার ঘটনা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/হিমেল