টঙ্গীর তুরাগ নদের পানিতে দুই শিশুকে ডুবে যেতে দেখে নিজেই পানিতে ঝাপ দেন আব্দুল্লাহ কবির (৩০)। এতে শিশুরা বেঁচে গেলেও তুরাগ নদের পানিতে ডুবে যান তিনি। সোমবার দুপুর দুইটার দিকে তুরাগ নদের টঙ্গী বাজার গরুহাট এলাকায় এ ঘটনা ঘটে। পরে বিকেল সাড়ে চারটায় তার লাশ উদ্ধার করে টঙ্গী ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল।
মৃত কবির পেশায় একজন বৈদ্যুতিক মিস্ত্রী। সে টঙ্গী বাজার এলাকার স্থানীয় বাসিন্দা হুমায়ুন কবিরের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার দুপুরে গরুহাটা এলাকায় কয়েকটি শিশু নদের পানিতে নেমে গোসল করতে থাকে। এ সময় নদের পানির স্রোতে দুইটি শিশু ডুবে যেতে দেখেন তিনি। কবির শিশুদের বাঁচাতে নদের পানিতে নেমে শিশুদের উদ্ধার করলেও নিজেই পানি থেকে উঠতে পারেন নি। পরে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরী দলকে খবর পাঠায়। পরে বিকেল সাড়ে চারটার দিকে কবিরের লাশ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইকবাল হাসান বলেন, টঙ্গী বাজার গরুহাটা এলাকায় পানিতে ডুবে যাওয়ার খবর পেয়ে ডুবুরি দলকে পাঠানো হয়। বিকেলে লাশ উদ্ধার করে পরিবারের সদস্যদের উপস্থিতি বুঝিয়ে দেয়া হয়েছে।
টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) হযরত আলী মিলন বলেন, ডুবুরি দল লাশ উদ্ধার করেছে। পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে বিনাময়না তদন্তে স্বজনদের কাছে লাশটি হস্তান্তর করা হবে।
বিডি প্রতিদিন/এএম