সুনামগঞ্জের ছাতক উপজেলায় সোমবার বিকেলে বাড়ির পাশে ডোবার পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও এক বোন।
মৃতরা হলো, ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের মৈশাপুর গ্রামের ময়না মিয়ার মেজো মেয়ে তায়িবা বেগম (৬) ও ছোট মেয়ে তানজিনা (৪)। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বড় মেয়ে তাফশিয়া বেগম (৯)।
মঙ্গলবার ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাইনুল জাকির এ তথ্য নিশ্চিত করে জানান, সোমবার বিকেলে তিন বোন খেলতে গিয়ে কোনো একসময় হয়তো পানিতে পড়ে যায়। পরে তাদের এক আত্মীয় ডোবার পাশে তাদের কাপড় দেখতে পেয়ে সন্দেহ হয়। এ সময় উনি খোঁজ না পেয়ে চিল্লাচিল্লি করতে থাকেন ও পানিতে সন্দেহ হলে সেখান থেকে তাদের তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। বড় মেয়ে হাসপাতালে এখনও চিকিৎসাধীন আছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন