কোরবানি ঈদকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা এলাকায় সকাল থেকে যাত্রীদের ভিড় রয়েছে।
যাত্রী সূত্রে জানা গেছে, কুরবানি ঈদ উপলক্ষে মঙ্গলবার সকাল থেকে ঘরমুখো যাত্রীদের ভিড় রয়েছে। যানবাহনে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। কোনো কোনো গন্তব্যে দ্বিগুণ ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা। যানবাহনের অনেক চাপ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে ঘরমুখো মানুষ।
বগুড়াগামী বাসচালক আল-আমিন বলেন, সকালে মহাখালী থেকে উত্তরবঙ্গের দিকে রওনা হয়েছি। এয়ারপোর্ট, আব্দুল্লাহপুর ও চন্দ্রা এলাকায় যানবাহনের চাপে থেমে থেমে আসতে হয়েছে।
রাজশাহীগামী শফিকুল ইসলাম জানান, আগের ভাড়ার চেয়ে দ্বিগুন ভাড়া নিচ্ছে পরিবহনের লোকেরা।পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না।
নাওজোর হাইওয়ে থানার ওসি আতিকুর রহমান জানান, অতিরিক্ত ভাড়ায় আদায়ের বিষয়ে অভিযোগ করলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ঘরমুখে মানুষ যাতে নির্বিঘ্নে বাড়ি পৌঁছাতে পারে তার জন্য পুলিশ মহাসড়কে কাজ করছে।
বিডি প্রতিদিন/হিমেল