বগুড়ার শেরপুর উপজেলা পরিষদের ২০২৩-২৪ অর্থ বছরের ৭ কোটি ৯৪ লাখ ৩১ হাজার ৪৩৫ টাকার উদ্বৃত্ত বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার উপজেলা পরিষদের সভাকক্ষে এই বাজেট ঘোষণা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানার সভাপতিত্বে উন্মুক্ত বাজেট অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও বাজেট ঘোষণা করেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মজিবর রহমান মজনু।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহ জামাল সিরাজী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রায়হান পিএএ, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সজিদ হাসান লিংকন, শেরপুর থানার ওসি বাবু কুমার সাহা, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু।
সভায় দশ ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা প্রশাসনের একাধিক কর্মকর্তা, বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিকসহ নানা শ্রেণীপেশার মানুষ অংশ নেন।
প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাত, উন্নয়ন অনুদানসহ অন্যান্য খাত থেকে উক্ত পরিমান টাকা সার্বিক উদ্বৃত্ত আয় ধরা হয়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ